Iran vs Israel | যুদ্ধবিরতি ঘোষণার পর এবার হামলা করলো ইজরায়েলও! “ওরা জানে না ওরা কী করছে”, ক্ষোভ ট্রাম্পের!
Tuesday, June 24 2025, 2:33 pm
Key Highlightsযুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলে ইজরায়েলের বিদেশমন্ত্রী। এবার পালটা ইজরায়েলি সেনার হামলার খবর মিলেছে।
যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলে ইজরায়েলের বিদেশমন্ত্রী। এবার পালটা ইজরায়েলি সেনার হামলার খবর মিলেছে। জানা গিয়েছে, ট্রাম্প ইরানে বোমা ফেলতে বারণ করেছিলেন। কিন্তু নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতিকে পালটা বার্তা দিয়ে জানান. 'আগেই সিদ্ধান্ত নেওয়া হামলা থামানো সম্ভব ছিল না।' এই ঘটনায় ইজরায়েল ও ইরান উভয়পক্ষের উপর তীব্র ক্ষোভ প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ওরা জানে না ওরা কী করছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প

