Luka Modric | রিয়াল মাদ্রিদের পর ইতালির এসি মিলানে! ৩৫ কোটিতে দল পাল্টালেন লুকা মদ্রিচ
Wednesday, June 25 2025, 5:32 pm
Key Highlightsরিয়াল মাদ্রিদের পর লুকা মদ্রিচের নতুন ক্লাবের নাম সামনে এল। চলতি ক্লাব বিশ্বকাপের শেষে তিনি ইতালির এসি মিলানে যোগ দিতে পারেন।
ঘরের মাঠে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন লুকা মদ্রিদ। সূত্রের খবর, চলতি ক্লাব বিশ্বকাপের শেষে তিনি ইতালির এসি মিলানে যোগ দিতে পারেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ইগলি লুকার খবরে সিলমোহর দিয়েছেন। আপাতত একবছরের জন্যে এসি মিলানের সঙ্গে চুক্তি করছেন লুকা। প্রতি মরসুমে তিনি ৪০ লাখ ডলার বা ৩৫ কোটি টাকা বেতন পাবেন। সঙ্গে রয়েছে একাধিক বোনাস। উল্লেখ্য, রিয়ালের জার্সিতে ১৩ বছর খেলে ৫৯০টা ম্যাচ খেলে লুকা জিতেছেন ৬টা চ্যাম্পিয়ন্স লিগ ও ৪টে লা লিগা।
-  Related topics - 
 - খেলাধুলা
 - রিয়্যাল মাদ্রিদ
 - ইতালি
 - এ সি মিলান
 

 