America-China Tariff War | মার্কিন শুল্কযুদ্ধে ইউরোপকে পাশে চাইছে কোনঠাসা চিন!
Friday, April 11 2025, 4:23 pm

মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে পাশে চেয়ে একজোট হওয়ার বার্তা দিল ড্রাগন।
ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির কোপে পড়েছে বেজিং। আমেরিকান পণ্যে পালটা শুল্ক চাপানোয় ১৪৫ শতাংশ শুল্ক চেপেছে বেজিংয়ের ঘাড়ে। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে ভারতের সাহায্য চেয়েছিলো চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। এবার মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে পাশে চেয়ে একজোট হওয়ার বার্তা দিল চিন। বেজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিনা প্রেসিডেন্ট জানিয়েছেন, “চিন ও ইউরোপের উচিত এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করা। ভয় না পেয়ে আমেরিকার একতরফা হুমকির প্রতিরোধ করা।”