Syria | হোমস শহরের পর বিদ্রোহীদের দখলে দামাস্কাসও! 'পলাতক' সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ
Sunday, December 8 2024, 7:05 am
Key Highlightsরবিবার দামাস্কাস ছেড়ে 'পালালেন' সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
শনিবার হোমস শহর পুরোপুরি বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর সিরিয়ার রাজধানী দামাস্কাসের বড় অংশও দখল করেছে বিদ্রোহী বাহিনী। এই পরিস্থিতিতে রবিবার দামাস্কাস ছেড়ে 'পালালেন' সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফলে প্রেসিডেন্ট বাশারের পাঁচ দশকের শাসনকালের অবসান হলো সিরিয়ায়। রবিবার সকাল দামাস্কার জুড়ে বিদ্রোহী বাহিনী এবং আসাদ বিরোধীদের উচ্ছ্বাস ধরা পড়েছে। এদিকে, সিরিয়ার প্রাইম মিনিস্টার মহম্মদ ঘাজ়ি আল জালালি জানিয়েছেন, তিনি নতুন সরকারকে সমর্থন করতে প্রস্তুত।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- হামলা
- দুষ্কৃতী হামলা
- জঙ্গি হামলা

