Share Market | সোমবার পতনের পর মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার! নিফটির সূচক বাড়লো ১.৫১ শতাংশ

Tuesday, January 28 2025, 8:19 am
highlightKey Highlights

সোমবার পতনের পর মঙ্গলবার সকালের দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার।


সোমবার পতনের পর মঙ্গলবার সকালের দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। ব্যাঙ্ক নিফটির সূচকও সকাল সাড়ে দশটার আগেই ১.৫১ শতাংশ বেড়ে গিয়েছে। কিন্তু এ দিনই বাজার খুলতেই ধস নেমেছে কেইনস টেকনোলজির শেয়ার দরে। প্রায় ২০ শতাংশ কমে গিয়েছিল এই স্টকের দাম। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই ক্রমাগত পড়েছে Kaynes Technologyর শেয়ারের দাম। সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে ১৯ শতাংশেরও বেশি পড়েছে স্টকের দাম। যদিও ইয়ার অন ইয়ার বেসিসে অর্থাৎ গত এক বছরে নেট প্রফিটের নিরিখে অনেকটাই লাভবান হয়েছে এই সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File