খেলাধুলা

Olympics 2024 | তিরন্দাজির পর ১০ মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন মানু ভাকের

Olympics 2024 | তিরন্দাজির পর ১০ মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন মানু ভাকের
Key Highlights

তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে পুরুষ ও মহিলাদের দল। এবার মানু ভাকের ১০ মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন।

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক। ইতিমধ্যেই তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে পুরুষ ও মহিলাদের দল। এবার মানু ভাকের ১০ মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন। তবে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্বে আশা জাগিয়ে শুরু করেও পরের রাউন্ডে যেতে পারলেন না সরবজোৎ সিং। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে প্রথম সোনা জয়ের স্বাদ পেল চিন। ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড ইভেন্টে তারা ১৬-১২ হারায় দক্ষিণ কোরিয়াকে।