Swasthya Sathi Card | স্বাস্থ্যসাথী কার্ড মিলবে হাসপাতালে ভর্তি হওয়ার পরও! কীভাবে পাবেন 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন' এর আওতায় এই কার্ড?

Thursday, February 15 2024, 12:52 pm
highlightKey Highlights

কলকাতা পুরনিগম জানিয়েছে, এবার হাসপাতালের ভরতি হওয়ার পরেও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে। সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধি সংশ্লিষ্ট নথি জমা দিলেই সাতদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন রোগী।


স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ সাথী (Swasthya Sathi) প্রকল্প চালু করেছে রাজ্য তথা পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের অধীনে চিকিৎসার ক্ষেত্রে একাধিক সুবিধা পেয়ে থাকেন রাজ্যের মানুষ। এই কার্ড থাকলে স্বাস্থ্য সাথী কার্ড হাসপাতালের তালিকা (Swasthya Sathi Card Hospital List) এর অধীনস্ত হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সাহায্য  পাওয়া যায়। তবে এবার হাসপাতালের ভরতি হওয়ার পরেও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে। এমনকি সেই কার্ড মিলবে তাড়াতাড়ি। সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে,  'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হওয়ার পরও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে।

কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হওয়ার পরও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন  করতে পারবেন 
কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হওয়ার পরও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন 

 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন' :

Trending Updates

কলকাতা পুরনিগম জানিয়েছে, 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র (Emergency Swasthya Sathi Application) আওতায় কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হওয়ার পরও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন। এমনকি সেক্ষেত্রে হাতেগোনা কয়েকটি নথি লাগবে। এছাড়াও এক্ষেত্রে সাতদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন রোগী। প্রাপ্ত স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)এর মাধ্যমে বাকিরা যেমন সুযোগ-সুবিধা পান, সংশ্লিষ্ট রোগীও সেরকমই সুবিধা পাবেন।

'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে হবে?

 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য প্রথমে পুরনিগমের সমাজকল্যাণ বিভাগে যেতে হবে সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধিকে। এক্ষেত্রে রোগীকে নিয়ে যাওয়ার কোনও দরকার নেই। শুধুমাত্র কয়েকটি নথি নিয়ে সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধিকে পুরনিগমের সমাজকল্যাণ বিভাগে যেতে হবে। তারপর স্বাস্থ সাথী (Swasthya Sathi)কার্ডের জন্য আবেদন জমা দিতে হবে। এরপর সাতদিনের মধ্যে ওই রোগী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চলে আসবেন।

সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধি সংশ্লিষ্ট নথি জমা দিলেই সাতদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন রোগী
সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধি সংশ্লিষ্ট নথি জমা দিলেই সাতদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন রোগী

 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য যা যা লাগবে তা হলো -

  •  সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতালে ভরতির সময় যে নথি দেওয়া হয় অর্থাৎ হাসপাতালের তরফে যে নথি দেওয়া হয়, সেটাই 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড লাগবে।
  • রোগীর আধার কার্ড লাগবে। 
  • রোগীর পরিবারের যে সদস্যদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে যোগ করা হবে, তাঁদেরও আধার কার্ড লাগবে।
  •  'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে।

জরুরি অবস্থার জন্য 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন' এর ব্যবস্থা চালু করা হলেও, আগেভাগেই সেই কার্ড করিয়ে রাখার পরামর্শ দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। এমনকি যাঁরা এখনও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেননি, তাঁদের দুয়ারে সরকারের শিবিরে গিয়ে সেই কাজটা সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরাও
সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরাও

উল্লেখ্য, সম্প্রতি ২০২৪ (2024) সালের রাজ্যের বাজেট ঘোষণায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, এবার সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরাও। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরাও স্বাস্থ্য সাথী কার্ড হাসপাতালের তালিকা (Swasthya Sathi Card Hospital List) এর অন্তর্ভুক্ত হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন। তথ্য অনুযায়ী, স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর উপভোক্তার সংখ্যা এক লাখের কাছে পৌঁছে গিয়েছে। আর নয়া বছরে ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গিয়েছেন ৩,৩৫৬ জন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File