DA in WB: ৪৪ দিন পর অনশন প্রত্যাহার ডিএ আন্দোলনকারীদের

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

টানা ৪৪ দিন পর শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণের জন্য রাজ্যে অনশন প্রত্যাহার ডিএ আন্দোলনকারীদের!


কেন্দ্রীয় হারের ডিএ দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মতলায় শহীদ মিনারে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলছে। কয়েক মাস আগে তারা অনশনও শুরু করে। দুই, একজন আন্দোলনকারীও অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণেই আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। শনিবার তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, অনশন প্রত্যাহার করা হলেও আন্দোলন চলবে।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, দীর্ঘ ৪৪ দিন পর তাঁরা অনশন তুলে নিচ্ছেন। তবে বকেয়া ডিএ পাওয়ার দাবিতে আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে (Supreme Court) ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি ডিএ মামলার। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File