Israel-Hezbollah | অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করল ইজ়রায়েল ও হেজবোল্লা! ৬০ দিনের মধ্যে সরানো হবে সেনা
Wednesday, November 27 2024, 6:49 am
Key Highlights১৪ মাস ধরে যুদ্ধের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করল ইজ়রায়েল ও হেজবোল্লা!
১৪ মাস ধরে যুদ্ধের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করল ইজ়রায়েল ও হেজবোল্লা! স্থানীয় সময়ে বুধবার ভোর ৪টে থেকে যুদ্ধ বন্ধ করেছে ইজ়রায়েল। লেবাননে তখন রাত ২টো। আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় এই শান্তিচুক্তি সাক্ষর হওয়ায় দক্ষিণ লেবানন থেকে তুলে নেওয়া হবে ইজ়রায়েলি ফোর্স। চুক্তি অনুযায়ী,আগামী ৬০ দিনের মধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শেষ হবে। যদিও চুক্তি স্বাক্ষরের পর ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চুক্তির লঙ্ঘন হলে আমরা পালটা প্রতিরোধ করব।’

