আন্তর্জাতিক

Afghanistan Earthquake | তিন দিনের মাথায় ফের ভূকম্পে ধূলিস্যাৎ আফগানিস্তান! মৃতের সংখ্যা ছাড়ালো ৪ হাজারের গন্ডি!

Afghanistan Earthquake |  তিন দিনের মাথায় ফের ভূকম্পে ধূলিস্যাৎ আফগানিস্তান! মৃতের সংখ্যা ছাড়ালো ৪ হাজারের গন্ডি!
Key Highlights

গত শনিবার আফগানিস্তান ভূমিকম্পে মৃত্যু হয়েছে হাজারো মানুষের। সেই রেশ কাটতে না কাটতেই আজ ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান। মৃত্যু হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষের।

ফের ভূকম্পে ভয়াবহ অবস্থা আফগানিস্তানের। শনিবার আফগানিস্তান ভূমিকম্পে (Afghanistan Earthquake) কেঁপে উঠেছিল। এবার আজ, বুধবারও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। জানা গিয়েছে, এদিনের কম্পন ছিল রিখটার স্কেলে  ৬.৩। আজকের আফগানিস্তান ভূমিকম্পে (Afghanistan Earthquake Today) আরও মৃত্যু সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে।

 ইউএস জিওলজিক্য়াল সার্ভে (USGS)-এর তরফে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় ৫টা ১০ নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প (Afghanistan Earthquake) অনুভূত হয়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হেরাটের প্রায় ২৯ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। আজকে আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake Today)-এ প্রাণ হারান চার হাজারের বেশি মানুষ। ক্ষতিও হয়েছে বিশাল। যদিও আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake) এর জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) তথা হু (WHO)। আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake)-এ আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হেরাটের হাসপাতালে পাঠানো হচ্ছে। ত্রাণ ও উদ্ধারকাজের জন্য আফগান রেড ক্রিসেন্টকে দু লক্ষ আমেরিকান ডলারের সাহায্য দিয়েছে চিন। ভারতীয় মুদ্রায় প্রায় এই টাকার পরিমাণ ১ কোটি ৬৬ লক্ষ টাকারও বেশি। আফগানিস্তানে তালিবান প্রশাসন সূত্রে খবর, ৩৫টি জাতীয় ও বিদেশি প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে এলাকায়। ভূমিকম্পে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আজকের আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake Today)-এ ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালাতে সাহায্য করছেন অন্তত হাজার জন। তালিবানের তরফে জানানো হয়েছে, গ্রুপ কমান্ডার হেবাতুল্লাহ আখুন্ডজাদা হেরাতে ভূমিকম্পের ঘটনাস্থলে যান। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত শনিবারও আফগানিস্তানে ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যায় অধিকাংশ এলাকা। ভূকম্পে মৃত্যু হয় হাজারেরও বেশি বাসিন্দার। সেদিন স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাটে। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.১। এরপর দ্বিতীয় কম্পনটি হয় তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৫.৬। আরও জোরালো ছিল তৃতীয় কম্পনটি। স্থানীয় সময় দুপুর ১২টা ৪২ মিনিটে আবারও কেঁপে ওঠে আফগানিস্তান। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৭.৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল । এই ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ়ন্দা জান ও ঘোরিয়াঁ জেলায়। এদিনের গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। শনিবার ও আজকের আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake Today) নিয়ে সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ২০টির-ও বেশি গ্রাম। ভূমিকম্পে ধসে গিয়েছে দুই হাজারেরও বেশি বাড়িঘর। ভূমিকম্পে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চার হাজারের গণ্ডি পার করেছে বলে জানা গিয়েছে।