আন্তর্জাতিক

Earthquake | ফের ভূমিকম্পের কবলে আফগানিস্তান, কেঁপে উঠলো দিল্লি সহ উত্তর ভারততের বিস্তীর্ণ এলাকা!

Earthquake | ফের ভূমিকম্পের কবলে আফগানিস্তান, কেঁপে উঠলো দিল্লি সহ উত্তর ভারততের বিস্তীর্ণ এলাকা!
Key Highlights

ফের ভূমিকম্প আফগানিস্তানে। বুধবার ভোর রাতে কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি।

তীব্র ভূমিকম্পের কবলে আফগানিস্তান। বুধবার ভারতীয় সময় ভোর ৪টে ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। হিন্দুকুশ পর্বতমালার গভীরে ভূপৃষ্ট থেকে প্রায় ৭৫ কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও। তবে এখনও অবধি ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২১ মার্চও আফগানিস্তানে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫।