বিয়ে করছেন উদিতপুত্র আদিত্য নারায়ণ। করোনাকালে মন্দিরে বিয়ে সারবেন তাঁরা।
Saturday, November 28 2020, 12:21 pm
Key Highlightsআগামী ১ ডিসেম্বর প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন উদিত-পুত্র। নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আদিত্য জানালেন সে কথা। গত অক্টোবরেই আদিত্য জানিয়েছিলেন, নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে সারবেন। আদিত্য জানিয়েছেন, মন্দিরে বিয়ে করবেন তাঁরা। ৫০ জন অতিথি থাকবেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে। কোভিডের সময় সমস্ত নিয়ম মেনে শুধুমাত্র আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন ।
- Related topics -
- সেলিব্রিটি
- আদিত্য নারায়ণ
- বিবাহ
- শ্বেতা আগরওয়াল

