দেশ

পাঁচ বছরের নিম্নবয়স্ক শিশুদের জন্য চালু হচ্ছে নীল রঙের ‘বাল আধার’। কীভাবে আবেদন করবেন?

পাঁচ বছরের নিম্নবয়স্ক শিশুদের  জন্য চালু হচ্ছে নীল রঙের ‘বাল আধার’। কীভাবে আবেদন করবেন?
Key Highlights

ইউআইডিএআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের কমবয়সিদের জন্য চালু করা হবে নীল রঙের ‘বাল আধার’। কার্ডের রং আলাদা হলেও, শিশুদের জন্য অবশ্য আধার নথিভুক্তির নিয়ম একই থাকবে। প্রাপ্তবয়স্কদের মতোই নিকটস্থ আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপরেই শিশুদের দেওয়া হবে আধার কার্ড। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেমন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়, শিশুদের ক্ষেত্রে অবশ্য সেটা করা হবে না। শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এই আধার বৈধ থাকবে। ‘বাল আধার’-এর জন্য আবেদন করতে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://www.uidai.gov.in বা https://resident.uidai.gov.in-এ গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।