Kolkata Metro | নিউ গড়িয়া-রুবি রুটে চলবে অতিরিক্ত মেট্রো! আগস্ট থেকেই বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা

Tuesday, July 30 2024, 1:38 pm
Kolkata Metro | নিউ গড়িয়া-রুবি রুটে চলবে অতিরিক্ত মেট্রো! আগস্ট থেকেই বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা
highlightKey Highlights

৫ আগস্ট থেকে কবি সুভাষ তথা নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে।


৫ আগস্ট থেকে কবি সুভাষ তথা নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটে সকাল ৯টার বদলে প্রথম মেট্রো মিলবে সকাল আটটায়। বিকেল চারটের পরিবর্তে রাত আটটায় মিলবে শেষ মেট্রো। এই লাইনে এখন দৈনিক ৪৮টি মেট্রো চলে। ওই দিন থেকে মোট ৭৪টি মেট্রো চালানো হবে। পরিষেবা পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকী শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে রবিবার কোনও পরিষেবা মিলবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File