Adani Group | শেয়ার বাজারে সূচক নিম্নগামী হলেও বেড়েছে আদানি গ্রুপের স্টকের দাম
Thursday, November 28 2024, 10:19 am
Key Highlightsহস্পতিবার শেয়ার বাজারে সূচক নিম্নগামী হলেও আদানি গ্রুপের স্টকের দাম বাড়ল।
মার্কিন আদালত আদানিদের বিরুদ্ধে ঘুষের অভিযোগের পর নানান জায়গায় ধাক্কা খেয়েছে আদানির সংস্থা। এমনকি আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার দর এক লাফে অনেকটা কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার শেয়ার বাজারে সূচক নিম্নগামী হলেও আদানি গ্রুপের স্টকের দাম বাড়ল। আদানি টোটাল গ্যাসের শেয়ার দর প্রায় ১৫ শতাংশ বেড়েছে। আদানি গ্রিন এনার্জি এবং আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর প্রায় ১০ শতাংশ করে বেড়েছে। আদানি পাওয়ারের শেয়ার দর বেড়েছে প্রায় ৯ শতাংশ।
-  Related topics - 
 - বাণিজ্য
 - ব্যবসা বাণিজ্য
 - ব্যবসায়ী
 - আদানি
 - শেয়ার বাজার
 - সেনসেক্স
 

 