Navya Nair | খোঁপায় জুঁই ফুলের মালা পরায় ১.১৪ লাখের জরিমানা, অস্ট্রেলিয়ায় বিপাকে অভিনেত্রী
Monday, September 8 2025, 1:43 pm

খোঁপার সাজের চোটেই রীতিমতো মোটা টাকা জরিমানা দিতে হল অভিনেত্রীকে।
খোঁপায় জুঁইফুলের মালা পরার অপরাধে মোটা টাকা জরিমানা দিতে হল অভিনেত্রীকে। সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নব্যা নায়ার মলয়ালি সম্প্রদায়ের ওনম উৎসবে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। বাবার দেওয়া একটি জুঁই ফুলের মালার কিছুটা খোঁপায় পরেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ‘বায়ো সিকিউরিটি ল’ অনুযায়ী অস্ট্রেলিয়ার বাইরে থেকে এমন কোনও জিনিস প্রবেশে বাধা দেওয়া হয় যা কোনও কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে আটকানো হয় তাঁকে। দিতে হয় ১.১৪ লাখ টাকা জরিমানাও!
- Related topics -
- বিনোদন
- ফুলবাজার
- দক্ষিণী অভিনেতা
- দক্ষিণী সুপারস্টার
- অস্ট্রেলিয়া
- জরিমানা