Mushtaq Khan | 'ওয়েলকাম' ও 'স্ত্রী ২' খ্যাত অভিনেতা মুস্তাক খানকে অপহরণ! ১২ ঘন্টা ধরে অভিনেতার ওপর চলে নির্যাতনও
Wednesday, December 11 2024, 7:28 am
Key Highlights
অভিযোগ, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাককে নির্যাতন করে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণ করা হলো 'ওয়েলকাম' ও 'স্ত্রী ২' খ্যাত অভিনেতা মুস্তাক খানকে! জানা গিয়েছে, মুস্তাককে একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অভিনেতা যখন দিল্লি বিমানবন্দরে পৌঁছন, তখন তাকে একটি গাড়িতে বসতে বলা হয় এবং তাতে উঠলে অভিনেতাকে অপহরণ করা হয়। অভিযোগ, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাককে নির্যাতন করে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তবে ভোরে কোনোরকমে আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দায়ের করা হয়েছে FIR।