কোভিডে আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী, স্থগিত নতুন ছবি ‘ডেসপ্যাচ’-এর শ্যুটিং
Friday, March 12 2021, 2:38 pm
Key Highlightsফের করোনার থাবা বলিউডে। এ বার কোভিডে আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। নতুন ছবি ‘ডেসপ্যাচ’-এর শ্যুটিং করছিলেন তিনি। কিছু দিন আগেই সেই ছবির পরিচালক কানু বহেল করোনায় আক্রান্ত হয়েছিলেন। মনোজের ঘনিষ্ঠ সূত্রে খবর, ছবির পরিচালক আক্রান্ত হওয়ার পরেই মনোজও আক্রান্ত হয়েছেন। আপাতত তাই স্থগিত ‘ডেসপ্যাচ’-এর শ্যুটিং। আগামী ২ মাসের মধ্যেই ফের শুরু হবে ছবির কাজ। ওষুধের মাধ্যমে সুস্থ হচ্ছেন অভিনেতা। সব রকম সাবধানতা মেনে নিভৃতবাসে রয়েছেন তিনি। মনোজের আসন্ন ছবি ‘ডেসপ্যাচ’ একটি তদন্তমূলক থ্রিলার। অপরাধ জগতের সাংবাদিকতাকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। মনোজ জানিয়েছিলেন, এমন একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি।
- Related topics -
- অভিনেতা
- বলিউড
- সেলিব্রিটি
- মনোজ বাজপেয়ী
- কোভিড পজিটিভ

