Manoj Jarange | অবশেষে নতজানু মহারাষ্ট্র সরকার, মারাঠা আন্দোলন প্রত্যাহার মনোজ জারাঙ্গের
Tuesday, September 2 2025, 5:00 pm

অনশন পঞ্চম দিনে পড়তেই নতিস্বীকার সরকারের। মারাঠাদের দাবি মেনে নিতে বাধ্য হল মহারাষ্ট্রের বিজেপি সরকার।
শুক্রবার থেকে দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন সমাজকর্মী মনোজ জারাঙ্গে। তাঁর দাবি ছিল, ওবিসি তালিকাভুক্ত মারাঠারা কুনবি সম্প্রদায়ভুক্ত হলেই মারাঠা সম্প্রদায়ের জন্য ১০ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। একই সঙ্গে, সংরক্ষণ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে আন্দোলন চলাকালীন মৃতদের পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে। অনশন পঞ্চম দিনে আন্দোলনকারীদের দাবি, সরকার তাঁদের মূল দাবিগুলি মেনে নিয়েছে। তাই তাঁরা অনশন প্রত্যাহার করেছেন।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র সরকার
- মহারাষ্ট্র
- অনশন