West Bengal Weather | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! শিলাবৃষ্টি হতে পারে ৭টি জেলায়! সঙ্গে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া!
পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, অসমের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশপাশি পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। যার ফলে রবিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।
সকালেই কালো মেঘে ঢাকলো কলকাতা। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অসমের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। জানা গিয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে বসন্তের শুরুতেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
কেমন দক্ষিণবঙ্গের আবহাওয়া?
পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে হাওয়া অফিসের খবর। যার ফলেই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সাতটি জেলা- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শিলাবৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।
শুক্রবার দক্ষিণবঙ্গের চারটি জেলা-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ও পশ্চিম মেদিনীপরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বৃহস্পতিবার উত্তরবঙ্গেরও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : ফাল্গুনের শুরুতেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা! এরই মধ্যে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস গোটা বঙ্গে!
এদিকে, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওড়িশা, কেরল ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া সম্ভাবনা।ভারতের আবহাওয়া বিভাগের (IMD) পূর্বাভাস, পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর পাশাপাশি আজ, বৃহস্পতিবার, ২২ সে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও বৃষ্টি হতে পারে, বেশ কয়েকটি অঞ্চলে সম্ভাব্য শিলাবৃষ্টির জন্য একটি ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আইএমডি অনুসারে, একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে মধ্য পাকিস্তান এবং পঞ্জাবের প্রতিবেশী অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরব সাগরে উচ্চ আর্দ্রতার সম্ভাবনা, তার জেরে উত্তর-পশ্চিম ভারতের বায়ুমণ্ডলীয় অবস্থাকে প্রভাবিত করতে পারে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস, পশ্চিম হিমালয় অঞ্চলে বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সঙ্গে আজ বজ্রপাত এবং আজ এবং কালও বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ২২ সে ফেব্রুয়ারি, আজ পর্যন্ত বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগ আজ উত্তরপ্রদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজধানী দিল্লিতে আজ হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ২৪ থেকে ২৬ সে ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের কার্যকলাপ দেখা যেতে পারে। এছাড়াও ২৩ সে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে বজ্রঝড়-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত এবং ২৪ থেকে ২৫ সে ফেব্রুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে।