Kolkata Metro | নতুন বছরের গোড়াতে চালু হবে সেক্টর ৫-হাওড়া মেট্রো পরিষেবা! ভাইফোঁটায় অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো?

Tuesday, November 14 2023, 7:01 am
highlightKey Highlights

কলকাতা মেট্রোর খবর অনুযায়ী, ২০২৪ সালেই পুরো দমে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা। সেক্টর ৫-হাওড়া রুটে গড়াবে মেট্রোর চাকা। ভাইফোঁটায় অন্যান্য ছুটির দিনের তুলনায় বেশি চলবে মেট্রো।


২০২৩ পেরিয়ে আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর। আর ২০২৪ এর শুরুর আগেই কলকাতাবাসীর জন্য বড় খবর দিলো কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের মাঝামাঝি সম্পূর্ণভাবে পূর্ব-পশ্চিম মেট্রো রুটে অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) পরিষেবা শুরু হয়ে যাবে। মানে নতুন বছর থেকেই সেক্টর ৫ (Sector 5) থেকে নিমেশে যাওয়া যাবে হাওড়া পর্যন্ত।

কলকাতা মেট্রোর খবর অনুযায়ী, ২০২৪ সালেই সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে 
কলকাতা মেট্রোর খবর অনুযায়ী, ২০২৪ সালেই সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে 

বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা স্বাভাবিকভাবে চলছে। তবে  শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে পরিষেবাও শুরু হবে। শুধুমাত্র বাদ পড়ে থাকবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ। যদিও ওই অংশ বেশিদিন বাদ পড়ে থাকবে না বলেই কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের গোড়ার দিকেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশেও মেট্রো চালু হয়ে যাবে।

Trending Updates

কী জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ?

কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে বউবাজারে যে কাজ বাকি আছে, সেটা শীঘ্রই শেষ করা হবে। অন্যদিকে, নতুন বছরের শুরুতেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে। কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, ২০২৪ সালের জুনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata)র এই রুটের কিছুটা অংশে মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে, যা ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল। কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোর ( গ্রিন লাইন)-এ গঙ্গার নীচ দিয়ে চলাচল করবে মেট্রো। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ হয়ে উঠবে আরও সহজ ও সুবিধাজনক। সেক্টর ৫ (Sector 5) থেকে হাওড়া রুটে নব মহাকরণ এবং হাওড়া মেট্রো স্টেশনের মাঝে গঙ্গা অতিক্রম করতে হবে মেট্রোকে। ৫২০ মিটার লম্বা টানেলে, ভূপৃষ্ট থেকে ৩৩ মিটার গভীর ও হুগলি নদী থেকে ১৩ মিটার গভীরে দুটি ট্র্যাক রয়েছে। মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন হাওডা ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ট্রায়াল রান চলছে নিয়মিত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশটি যাত্রী পরিবহণের জন্য প্রায় তৈরি গিয়েছে।

শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে পরিষেবাও শুরু হবে বলে কলকাতা মেট্রোর খবর
শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে পরিষেবাও শুরু হবে বলে কলকাতা মেট্রোর খবর

বর্তমানে মোট ৩টি করিডোরে চলছে মেট্রো। উত্তর-দক্ষিণ শাখায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar to Kavi Subhash ), ইস্ট-ওয়েস্ট শাখায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ( Salt Lake Sector Five to Sealdah) এবং জোকা-এসপ্ল্যানেড করিডোরে বর্তমানে জোকা থেকে তারাতলা (Joka to Taratala) পর্যন্ত পাওয়া যাচ্ছে পরিষেবা। এরপর ২০২৪ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণরুপে তার প্রস্তাবিত রুটে চালু হয়ে গেলে কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থা আমূল বদলে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ইস্ট ওয়েস্ট করিডোরে প্রস্তাবিত রুটটির দৈর্ঘ্য ১৬.৫৫ কিলোমিটার। যার মধ্যে, ইতিমধ্যেই ৯.৩০ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছর ডিসেম্বরে মাসের মধ্যে আরও ৪.৮০ কিমি এবং আগামী বছর জুন মাসের মধ্যে অবশিষ্ট ২.৪৫ কিলোমিটার মেট্রো লাইনের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে পুরো ১৬.৫৫ কিলোমিটার মেট্রো লাইনের মধ্যে ৫২০ মিটার পথ গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ পথে চলবে মেট্রো। আর গঙ্গার তলা দিয়ে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।

প্রসঙ্গত, দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে এবার ভাইফোঁটার পালা। ২০২৩ এর ভাইফোঁটা পড়েছে ১৫ই নভেম্বর। বাঙালি তথা হিন্দুদের অন্যতম বড় উৎসব এটি। এদিন ভাই-দাদাদের রক্ষা করতে 'যমের দুয়ারে' বোনরা ফেলবেন 'কাটা'। আগের দিন থেকেই জোর কদমে শুরু হয় ভাইফোঁটার কেনাকাটা। আর এই দিনটিতে ভাইফোঁটা দেওয়ার লক্ষ্যে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। সেই লক্ষেই বুধবার, ১৫ই নভেম্বর অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, এদিন উত্তর–দক্ষিণ করিডরে অর্থাৎ দক্ষিনেশ্বর- কবি সুভাষ রুটে ২৩৪ টি মেট্রো চলবে।

ভাইফোঁটায় অন্যান্য ছুটির দিনের তুলনায় বেশি রেল চালাবে কলকাতা মেট্রো
ভাইফোঁটায় অন্যান্য ছুটির দিনের তুলনায় বেশি রেল চালাবে কলকাতা মেট্রো

ভাইফোঁটা উপলক্ষে ২৩৪টি ট্রেন চলবে। যার মধ্যে ১১৭ টি আপ এবং ১১৭টি চলবে ডাউন লাইনে। এর মধ্যে আবার ১৬০ টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে। তবে সেক্ষেত্রে প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে প্রথম মেট্রো পাওয়া যাবে যথাক্রমে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং ৭টায়। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রোর পাওয়া যাবে যথাক্রমে রাত ৯ টা ২৮ মিনিটে এবং রাত ৯ টা ৩০ মিনিটে। তাছাড়া দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৪০ মিনিটে। উত্তর–দক্ষিণ করিডরে বেশি মেট্রো চললেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সাধারণত যে পরিষেবা থাকে সেই পরিষেবাই পাওয়া যাবে। তাতে কোনও পরিবর্তন করা হয়নি। প্রসঙ্গত, অন্যান্য কর্মব্যস্ত দিনে দৈনিক ২৮৮ টি মেট্রো চলে। তবে ছুটির দিনগুলিতে যাত্রী কম থাকায় মেট্রো কম চলে। সেই তুলনায় বেশি মেট্রো চলবে ভাইফোঁটায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File