Jemimah Rodrigues | নিখুঁত ক্রিকেট খেলতে না পারাটাই নাকি ‘ব্রহ্মাস্ত্র’!- সাংবাদিক বৈঠকে দাবি জেমাইমার

Thursday, October 9 2025, 5:53 am
highlightKey Highlights

জেমাইমা রদ্রিগেজের মতে, নিখুঁত ক্রিকেট খেলতে না পারাটাই নাকি প্রতিপক্ষ দলের জন্য ‘ব্রহ্মাস্ত্র’!


মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে একের পর এক শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ছে ভারতের মহিলা ক্রিকেট দলের। যদিও টপ অর্ডারের ব্যর্থতা ভাবাবে দলকে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জেমাইমা বললেন, “প্রতিযোগিতায় আমরা এখনও পর্যন্ত নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। তবে আমরা কিন্তু পরপর জিতেছি। আমার মতে, এটাই প্রতিপক্ষের কাছে ভয়ের কারণ। আর আমি মনে করি, এই ধরনের দীর্ঘ টুর্নামেন্টে সঠিক সময়ে শীর্ষে পৌঁছানো গুরুত্বপূর্ণ। আমরা আত্মবিশ্বাসী। দলের ব্যাটিং গভীরতাও অসাধারণ। সকলেই ব্যাটিং করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File