HCES । দারিদ্র্যতা কমলেও মাত্র ৫৬ শতাংশ ভারতীয়ই দিনে তিন বেলা খাবার খান! নয়া বিশ্লেষণ বাড়াচ্ছে উদ্বেগ!
‘হাউজহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে’ (HCES)-এর বিশ্লেষণে দেখা গিয়েছে, মাত্র ৫৬ শতাংশ ভারতীয় দিনে তিন বেলা খাবার খান।
বিগত বেশ সময় ধরে নানান রিপোর্ট বলছে ভারতের অর্থনৈতিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে,পাশাপাশি দারিদ্র্য ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে। তবে এই পরিস্থিতিতে সম্প্রতি এক রিপোর্টে দেখা গিয়েছে, দেশের বিরাট সংখ্যক মানুষ পেট ভরে তিন বেলা খেতে পান না। ‘হাউজহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে’ (HCES)-এর বিশ্লেষণে দেখা গিয়েছে, মাত্র ৫৬ শতাংশ ভারতীয় দিনে তিন বেলা খাবার খান। যদিও অনুপাতটি এক দশক আগে হওয়া পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি। তবে এই ডেটাতে উদ্বেগজনক অন্তর্দৃষ্টি রয়েছে।