Howrah | সেলফি তুলতে গিয়ে বিপত্তি, রূপনারায়ণে তলিয়ে গেল হাওড়ার ১ ব্যক্তি !

Wednesday, April 9 2025, 4:35 pm
highlightKey Highlights

রূপনারায়ণে নৌকাবিহারের সময় ঘটলো বিপদ। নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি।


রূপনারায়ণে নৌকাবিহারের সময় ঘটলো বিপদ। নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, আজ বিকেল তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা দুধকুমড়া থেকে হাওড়ার বাকসী আসছিল একটি যাত্রীবাহী নৌকা। নৌকায় বসে এক ব্যক্তি মোবাইলে সেলফি তুলছিল। অসাবধানবশত নৌকো থেকে নদীতে পড়ে যান তিনি। তড়িঘড়ি উদ্ধারকার্যে নামে সিভিল ডিফেন্স টিম ও পুলিশের ডুবুরিরা। সঙ্গে আসে বিপর্যয় মোকাবিলা দলও। এখনও পর্যন্ত সেই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File