Scotland । বছর বছর বাড়ছে নাস্তিকের সংখ্যা, খরচ চালাতে না পেরে বিক্রির পথে প্রায় শ’খানেক গির্জা!
Tuesday, July 2 2024, 9:16 am
Key Highlights
বিক্রির জন্য নিলামে উঠছে প্রায় শ’খানেক গির্জা। যার মধ্যে বেশ কয়েকটি চার্চ প্রায় ৫০০ বছরের পুরনো।
বিক্রির জন্য নিলামে উঠছে প্রায় শ’খানেক গির্জা। যার মধ্যে বেশ কয়েকটি চার্চ প্রায় ৫০০ বছরের পুরনো। সূত্রের খবর,টাকার অভাবে রোজকার কাজকর্ম আর চালাতে পারছে না ঐতিহাসিক প্রেসবিটেরিয়ান চার্চ অফ স্কটল্যান্ড। ওই দেশের সাম্প্রতিক সেন্সাস রিপোর্ট বলছে প্রায় ৫২ শতাংশ স্কটিশ নাগরিক এখন নাস্তিক। ক্রমশ স্কটল্যান্ডে নাস্তিকের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের কাছ থেকে আগের মতো আর ডোনেশন আসছে না। ফলে চার্চগুলোও আর রক্ষণাবেক্ষণের খরচ চালাতে পারছে না। তাই চার্চ অফ স্কটল্যান্ডের ফলোয়ারের সংখ্যা কমছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পুজো ও উৎসব
- ভাইরাল
- অন্যান্য