Red Road | রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ প্রায় ৩৫ জন পডু়য়া! ভর্তি করা হলো SSKM-এ!
Friday, August 15 2025, 9:16 am
Key Highlights৭৯ তম স্বাধীনতা দিবসের দিন রেড রোডে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ প্রায় ৩৫ জন পডু়য়া।
৭৯ তম স্বাধীনতা দিবসের দিন রেড রোডে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ প্রায় ৩৫ জন পডু়য়া। তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKMএ। সূত্রের খবর, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তাঁরা। প্রাথমিক ভাবে অনুমান, রোদে তাপে এই অবস্থা হয়েছে তাদের। এদিকে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে দেখতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, অনেকের অবস্থা এখন স্থিতিশীল।
- Related topics -
- শহর কলকাতা
- রেড রোড
- স্বাধীনতা দিবস
- মমতা ব্যানার্জী
- এসএসকেএম হাসপাতাল
- এস এস কে এম হাসপাতাল

