এক খুনের ঘটনার রহস্য উন্মোচন করতে ফের ব্যোমকেশ অবতারে বড়পর্দায় আগমন আবীর চট্টোপাধ্যায়ের।
'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র'র পর এবার 'বিশুপাল বধ'। এসভিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ উদ্যোগে ব্যোমকেশ বক্সীকে নিয়ে চতুর্থ ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অরিন্দম শীল।
নতুন রহস্যের উন্মোচন করতে আসছেন ব্যোমকেশ বক্সী
সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনীগুলির মধ্যে বেশ কিছু অসমাপ্ত ব্যোমকেশও রয়েছে। তারই মধ্যে অন্যতম হল বিশুপাল বধ। কিন্তু সেই অসমাপ্ত ব্যোমকেশকেই এবার সম্পূর্ণ রূপ দেবেন অভিনেতা তথা চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। ফের ব্যোমকেশ হিসাবে বড়পর্দায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। সত্যবতীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার। ব্যোমকেশ ও সত্যবতী এক থাকলেও অজিতের চরিত্রে বদল ঘটেছে। নতুন অজিত হিসাবে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে।
১৯৭১-এর কলকাতা এই ছবির পটভূমি। সেই সময় চলছে নকশাল আন্দোলন। রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও মিশে থাকবে এই চিত্রনাট্যে। মিশে থাকবে চিত্রনাট্যে।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- আবির চ্যাটার্জী
- সোহিনী সরকার