Abhishek Sharma | দ্বিতীয় টি২০ ম্যাচের আগেই বিপাকে ভারত, চোটে কাবু তারকা ওপেনের অভিষেক শর্মা
দ্বিতীয় টি২০ ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় দলের অন্দরে। চোট পেলেন দলের অন্যতম সেরা ক্রিকেটার অভিষেক শর্মা।
সামনেই দ্বিতীয় টি২০ ম্যাচ। তাঁর আগেই বড়ো ধাক্কা ভারতীয় শিবিরে। পায়ে চোট পেলেন দলের অন্যতম সেরা ক্রিকেটার অভিষেক শর্মা। সূত্রের খবর, এদিন তিনি ফিল্ডিং অনুশীলন করছিলেন। ক্যাচ ধরতে গিয়ে আচমকা গোড়ালি মুচকে যায় অভিষেকের। প্রবল ব্যাথায় মাটিতে বসে পড়েন তিনি। দ্রুত মাঠে আসেন দলের ফিজিও, মেডিক্যাল স্টাফরা। এর ফলে চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের। ইতিমধ্যেই মাঠে সঞ্জুর সঙ্গে অভিষেকের জুটি সেট হয়ে গেছে। এ পরিস্থিতিতে কম্বিনেশনে বদল আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ