বলিউডে পা রাখতে চলেছেন আমিরপুত্র জুনেদ! তুঙ্গে আমির-অনুরাগীদের কৌতূহল।
Sunday, December 13 2020, 8:53 am
Key Highlightsরুপোলি পর্দায় পদার্পন করছেন আমির পুত্র জুনেদ। স্টার কিডদের বলিউডে আসাটা নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন জুনেদ। যদিও আগে শোনা গিয়েছিল তিনি নাকি নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখতে চান। অবশেষে মত বদল করলেন আমির পুত্র। তবে অভিনয় জুনেদের কাছে নতুন নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চ থেকে এবার সেলুলয়েডে পা রাখার সিদ্ধান্ত। এবং সেটাও যশরাজ ফিল্মসের মতো বিরাট ব্যানারে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি একটি পিরিয়ড ড্রামা।
- Related topics -
- সেলিব্রিটি
- আমির খান
- বলিউড
- জুনেদ খান

