Indian Citizenship | নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড! বড় ঘোষণা কেন্দ্র সরকারের!

বেআইনিভাবে বসবাসকারী ‘সন্দেহভাজন’ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানিদের দ্রুত নিজের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এবার এই আবহে নাগরিকত্ব প্রমাণ নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। দিল্লি পুলিশকে নির্দেশ দিয়ে কেন্দ্র জানিয়েছে, বেআইনিভাবে বসবাসকারী ‘সন্দেহভাজন’ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে। এই ঘোষণার পর কার্যত নড়েচড়ে বসেছে দিল্লি সরকার।
- Related topics -
- দেশ
- ভারত
- আঁধার কার্ড
- প্যান কার্ড
- রেশন কার্ড
- নয়াদিল্লি
- কেন্দ্রীয় সরকার