স্বাস্থ্য

Cholera । বর্ষা আসতেই কলকাতার বাগুইআটিতে কলেরার হদিশ! আইডিতে চিকিৎসাধীন যুবক!

Cholera । বর্ষা আসতেই কলকাতার বাগুইআটিতে কলেরার হদিশ! আইডিতে চিকিৎসাধীন যুবক!
highlightKey Highlights

বর্ষা আসতেই কলকাতায় মাথাচাড়া দিয়ে উঠেছে কলেরা। জানা গিয়েছে, বাগুইআটির জ্যাংড়া এলাকায় কলেরা ‘আক্রান্ত’ এক যুবক।

বর্ষা আসতেই কলকাতায় মাথাচাড়া দিয়ে উঠেছে কলেরা। জানা গিয়েছে, বাগুইআটির জ্যাংড়া এলাকায় কলেরা ‘আক্রান্ত’ এক যুবক। রবিবার থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে সে চিকিৎসাধীন। তাঁর মায়ের শরীরেও একই ধরনের উপসর্গ মিলেছে। এর পরই বৃহস্পতিবার সকালে রোগাক্রান্তদের ফ্ল্যাটে আসেন নাইসেডের কর্মীরা। জলের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। বর্ষার শুরুতেই রাজ্যে কলেরা আক্রান্তের হদিশ মেলায় চিন্তা বেড়েছে রাজ্য সরকারের।