শহর কলকাতা

Covid 19 | করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু মহিলার! দেশে কোভিড পজিটিভ প্রায় চার হাজার!

Covid 19 | করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু মহিলার! দেশে কোভিড পজিটিভ প্রায় চার হাজার!
Key Highlights

কলকাতায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার! ৪৩ বছর বয়সী ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

হু হু করে বাড়ছে দেশে করোনা সংক্রমণ। দেশে ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় চারহাজারের গন্ডি। বাংলায় আক্রান্ত চারশোর কাছাকাছি। এই আবহে খাস কলকাতায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার! ৪৩ বছর বয়সী ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে এবং ওই মহিলাকে ভর্তি করা হয় ভেন্টিলেশনে। অবশেষে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানান, ওই মহিলার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী।