Mahakumbh 2025 | মহাকুম্ভে এসেছিলেন মোট ৬৫ কোটি পুণ্যার্থী! কত আয় করলো যোগী সরকার?

Thursday, February 27 2025, 10:25 am
highlightKey Highlights

টানা ৪৫ ধরে চলা মহাকুম্ভে এসেছিলেন মোট ৬৫ কোটি পুণ্যার্থী।


মহাশিবরাত্রিতে শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। একটি হিসেব মতো টানা ৪৫ ধরে চলা মহাকুম্ভে এসেছিলেন মোট ৬৫ কোটি পুণ্যার্থী। তাহলে কত আয় করলো যোগী সরকার? উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন মহাকুম্ভ রাজ্যের অর্থনীতিতে প্রায় ৩ লাখ কোটি টাকা যোগ করবে। উল্লেখ্য, ২০১৩ সালের কুম্ভমেলায় মাত্র ১০১৭ কোটি টাকা বিনিয়োগ করে ১২,০০০ কোটি টাকা করে উত্তরপ্র দেশ। ২০১৯ সালে আয় হয়ে ১.২ লাখ কোটি টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File