Eco Park | ইকো পার্কে তৈরী হলো ‘সোলার ডোম’, রোজ উৎপাদন করবে প্রায় ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ
Wednesday, November 6 2024, 6:13 am
 Key Highlights
Key Highlightsপ্রকৃতি তীর্থের অন্দরে ‘ধামসা’ ট্রাইবাল রেস্তোঁরা আছে। তার পাশেই ৮ তলা বাড়ির সমান এই ‘সোলার ডোম’ তৈরী করা হয়েছে।
কলকাতার ইকো পার্কে নতুন চমক ‘সোলার ডোম’ বা ‘সৌর গম্বুজ’! জানা গিয়েছে, প্রকৃতি তীর্থের অন্দরে ‘ধামসা’ ট্রাইবাল রেস্তোঁরা আছে। তার পাশেই ৮ তলা বাড়ির সমান এই ‘সোলার ডোম’ তৈরী করা হয়েছে। এটি গড়তে ৬ বছর ধরে কাজ চলেছে। এখানে প্রায় দু’হাজার সোলার প্যানেল আছে। যা থেকে রোজ ১৮০ কিলোওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। আর তা ব্যবহার করে সোলার ডোমের ভিতরের আলো, পাখা, কম্পিউটার, লিফট সহ পার্কের আলোও জ্বলবে।
-  Related topics - 
- শহর কলকাতা
- সোলার ডোম
- ভ্রমণ

 
 