Bangladesh | ঢাকার হোটেলে মিললো আমেরিকান স্পেশাল ফোর্সের সিনিয়র কর্তার দেহ! চিন্তায় ভারতের গোয়েন্দারা
Wednesday, September 3 2025, 4:57 pm
Key Highlightsঢাকার হোটেলে রহস্যজনক মৃত্যু ‘আমেরিকান স্পেশাল ফোর্সেস’-এর এক সিনিয়র কর্তার।
৩১ অগস্ট ঢাকার ‘ওয়েস্টিন’ হোটেলের ৮০৮ ঘরে ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ড (এয়ারবর্ন)এর কমান্ড ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরভেল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। সূত্রের খবর, সরকারি ভাবে জানানো হচ্ছে তিনি ‘বিজ়নেস ট্রিপ’এ বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিক তদন্তের পর ঢাকা পুলিশ জানিয়েছে, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে জ্যাকসনের। তবে মৃতদেহের ময়নাতদন্ত না করেই মার্কিন দূতাবাসে হস্তান্তর করেছে ঢাকা পুলিশ। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দিঘ্ন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- ঢাকা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- স্পেশাল এনফোরসমেন্ট ব্যুরো

