Bangladesh Quota Movement | একাংশ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা করলেও আরেক অংশ এখনও অনড়! নতুন কর্মসূচি ঘোষণা
Thursday, August 1 2024, 1:23 pm
Key Highlightsআন্দোলন প্রত্যাহার করার কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তবে এই আন্দোলন চলবে বলে জানিয়েছে আরেকটি অংশ।
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশে। এরপর সংস্কারের পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন প্রত্যাহার করার কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তবে এই আন্দোলন চলবে বলে জানিয়েছে আরেকটি অংশ। সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ ৯ দফা দাবিতে, শুক্রবার বিকাল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা হবে জানান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- বিক্ষোভ

