আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল

RG Kar । আতঙ্কের আরজি কর! রুমমেটদের সঙ্গে বচসার জেরে আত্মহত্যার চেষ্টা এক নার্সিং পড়ুয়ার

RG Kar । আতঙ্কের আরজি কর! রুমমেটদের সঙ্গে বচসার জেরে আত্মহত্যার চেষ্টা এক নার্সিং পড়ুয়ার
Key Highlights

শনিবার আরজি করে হস্টেলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক নার্সিং পড়ুয়াকে। পুলিশ সূত্রে খবর, মানসিক অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণী।

শনিবার মধ্যরাতে আরজি করে হস্টেলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক নার্সিং পড়ুয়াকে। পুলিশ সূত্রে খবর, এই ছাত্রীর নাম বুল্টি গরাই। বাড়ি, পুরুলিয়ায়। সহপাঠীদের দাবি, রাতে হস্টেলের ঘরে আলো জ্বালিয়ে পড়াশোনা করার জন্য রুমমেটদের সঙ্গে প্রায়ই অশান্তি হতো তাঁর। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে কর্তৃপক্ষ উলটে তাঁকেই দোষারোপ করে। এরপরই মানসিক অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। বর্তমানে আরজি করেরই ট্রমা কেয়ার সেন্টারের ভর্তি রয়েছেন তিনি।