Ayatollah Ali Khamenei । যুদ্ধের মধ্যেই ইরানে নতুন নেতা! খামেনির উত্তরাধিকারী পেলেন কে?
Monday, November 18 2024, 6:20 am
Key Highlightsকিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুপ্রিম লিডার খামেনি রবিবারই তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে তার উত্তরসূরি এবং দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব তুলে দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গুরুতর অসুস্থ। ফলে সেনাবাহিনী ও দেশ পরিচালনার দায়িত্ব কে পাবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ইরান সরকার। এই আবহে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুপ্রিম লিডার খামেনি রবিবারই তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে তার উত্তরসূরি এবং দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব তুলে দিয়েছেন। উল্লেখ্য, মোজতবা খামেনি ২০০৯ সালের নির্বাচনের পরে সংঘটিত বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২১ সালে,তাকে অপরিহার্য আয়াতুল্লাহ উপাধিও দেওয়া হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- যুদ্ধ

