Kolkata Airport | কলকাতা বিমানবন্দরে তৈরী হলো নতুন ATC টাওয়ার! প্রতিদিন ২ ঘন্টা করে চলবে ট্রায়াল!
Tuesday, March 25 2025, 5:31 am

কলকাতা বিমানবন্দরে তৈরী হলো নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার!
কলকাতা বিমানবন্দরে তৈরী হলো নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার! সোমবার থেকেই ওই টাওয়ারের ট্রায়াল শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী তিনমাস প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২টো থেকে বিকেল ৪ টের মধ্যে, ২ ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল চালানো হবে। দুই ঘণ্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে প্রায় ৪০টি বিমান অবতরণ করে ও উড়ে যায়। নতুন টাওয়ারটি কার্যকর হওয়ার সময় প্রায় আটজন সেখানে দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এটিসি পুরোদমে চালু করতে আরও ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- বিমান বন্দর
- বিমান পরিষেবা