Bacteria in Phone | টয়লেটের সিটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু রয়েছে মোবাইল ফোনে! প্রকাশ রিপোর্ট
একটি টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার প্রায় দশ গুণ জীবাণু থাকে একটি মোবাইল ফোনে!
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে,সাধারণ একটি টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার প্রায় দশ গুণ জীবাণু থাকে একটি মোবাইল ফোনে! গবেষণামতে, একেকজন মানুষ প্রতিদিন গড়ে ৮০ বার ফোন খুলে দেখে। আর প্রতিবারই হাতের মাধ্যমেই মুঠোফোনে ছড়িয়ে পড়ে নানা জীবাণু। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার এক গবেষণায় দেখা গেছে, একজন স্কুলপড়ুয়া শিক্ষার্থীর হাতে যে ফোন থাকে, তাতে প্রায় ১৭ হাজার ব্যাকটেরিয়ার খোঁজ মেলে, যা একটি সাধারণ টয়েলেট সিটে খুঁজে পাওয়া ব্যাকটেরিয়ার প্রায় ১০ গুণ বেশি!
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- মোবাইল ফোন