Police Camp Fire । কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে লাগলো আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
Sunday, January 12 2025, 5:13 pm
Key Highlights
রবিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে। গঙ্গাসাগর মেলা চলাকালীন এমন অঘটন ঘটায় শোরগোল পড়ে গিয়েছে।
রবিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়লো কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্প। কচুবেড়িয়া এলাকায় সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল। এদিন সন্ধ্যায় সেখানে আগুন পুলিশ ক্যাম্পলাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত গতিতে কাজ করছে দমকল। কর্তব্যরত পুলিশকর্মীরা ডিউটিতে থাকার সুবাদে হতাহতের কোনও খবর মেলেনি। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে গ্যাস সিলিন্ডার এবং দাহ্য পদার্থ। অগ্নিকাণ্ডের জেরে কিছু অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলার ৩০ কিলোমিটার দূরে কচুবেড়িয়া।
- Related topics -
- রাজ্য
- গঙ্গাসাগর মেলা
- পুলিশ
- পুলিশ ক্যাম্প
- অগ্নিকান্ড