জলপাইগুড়িবিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকার সম্পত্তি
রবিবার গভীর রাতে জলপাইগুড়ির ময়নাগুড়ি আনন্দনগর স্টেশন মোড় এলাকায় পুড়ে ছাই হয়ে গেল ৭টি দোকান। রাতে ময়নাগুড়ি থানার একটি পুলিশ ভ্যান পেট্রোলিংয়ের সময় প্রথম একটি দোকানে আগুন দেখতে পায়। খবর যায় দমকলে। দমকল এসে পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেট্রোলিং ভ্যানের পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়েই দমকলে খবর দেন। তবে ততক্ষণে স্থানীয়রাও চলে আসেন ঘটনাস্থলে। দমকল এসে পৌঁছনোর আগেই সবাই মিলে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকল এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিধ্বংসী আগুনে ৭টি দোকানের প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।