Airplane Fire | মাঝ আকাশে আটলান্টাগামী বিমানে আগুন! একটুর জন্যে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানের বাঁ দিকের ইঞ্জিন থেকে আগুন বেরোতে থাকে। যদিও পাইলটরা বিমানটিকে নিরাপদে অবতরণ করান।
চলতি বছরে ফের ডেল্টা এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন লাগল। জানা গিয়েছে, শুক্রবার আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের DL446 ফ্লাইটে দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রা শুরু করার কিছুক্ষনের মধ্যেই বিমানের বাঁদিকের ইঞ্জিনে আগুন লাগে। দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে বিমানটিকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমান কতৃপক্ষ জানিয়েছেন, সকল যাত্রী নিরাপদ আছে। ঠিক কী ভাবে ইঞ্জিনে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে FAA।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান চালক
- আটলান্টায়