Double Uterus Surgery: শান্তিপুরে বিরলতম অস্ত্রোপচার, জরায়ুর দুই প্রকোষ্ঠে দু’টি ভ্রূণ!

Tuesday, July 5 2022, 10:54 am
highlightKey Highlights

‘বাইকর্নুয়েট ইউটেরাস ইউনিকলি সার্ভিক্স’ অর্থাৎ জরায়ুর মুখ একটি, কিন্তু তা বিভক্ত দুই প্রকোষ্ঠে দু’টি ভ্রূণ। বিরলতম অস্ত্রোপচার সফল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।


চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী পোশাকি নাম ‘বাইকর্নুয়েট ইউটেরাস ইউনিকলি সার্ভিক্স’ অর্থাৎ নারীদের শরীরে জরায়ুর মুখ একটি, কিন্তু তা বিভক্ত দু’টি প্রকোষ্ঠে। আর সেই দুই প্রকোষ্ঠে দু’টি ভ্রূণ নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল নদিয়ার এক অন্তঃসত্বা মহিলাকে।

গত সোমবার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে ওই মহিলার দুই সন্তানকেই পৃথিবীর আলো দেখালেন ওই হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসক ডঃ পবিত্র ব্যাপারী। ওই মহিলা এক কন্যাসন্তান এবং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতি এবং তাঁর দুই সন্তান তিন জনেই সুস্থ।

এত দিন পর্যন্ত গোটা দুনিয়ায় উদাহরণ ছিল মাত্র ১৬টি। ১৭তম উদাহরণ তৈরি হল এ রাজ্যের নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এমন ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসকেরাও।

এমন ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু শান্তিপুরের ওই হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক নেই। তবে প্রসূতির জন্য আগে থেকে রক্তদাতা জোগাড় করে রেখেছিলেন চিকিসৎকেরা। চিকিৎসকদের এই ভূমিকায় খুশি ওই মহিলার স্বামী। পবিত্রের কর্মকাণ্ড নিয়ে উচ্ছ্বসিত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মণ।

এর আগে ওই মহিলার দু’টি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছিল। আমরা পরীক্ষা করি ওঁকে। জানতে পারি, জরায়ুতে দু’টি প্রকোষ্ঠ আছে। এমন অবস্থায় উনি সন্তানসম্ভবা হন। তখন দেখি দুই প্রকোষ্ঠে দু’টি ভ্রূণ রয়েছে। আমরা ওঁর অস্ত্রোপচার করি। এটা খুব একটা দেখা যায় না। এর আগে মাত্র ১৬টি ঘটনা ঘটেছে গোটা পৃথিবীতে।

ডঃ পবিত্র ব্যাপারী



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File