চারদিন ধরে মায়ের দেহ আগলে ছেলে! রবিনসন স্ট্রিটের ছায়া চোপড়ায়,

Monday, January 11 2021, 1:25 pm
চারদিন ধরে মায়ের দেহ আগলে ছেলে! রবিনসন স্ট্রিটের ছায়া চোপড়ায়,
highlightKey Highlights

চারদিন ধরে মায়ের দেহ আগলে রাখলেন যুবক। দুর্গন্ধ বেরনোয় রবিবার সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়ায়। উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগজ সংলগ্ন সুভাষনগর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার নাম কুসুম চক্রবর্তী। তাঁর একমাত্র ছেলে রামকৃষ্ণ পেশায় এনজিও কর্মী ছিলেন। বছর খানেক আগে অসুস্থতার জন্য চাকরি হারান। তারপর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। কুসুমদেবী হাটে বাজারে ভিক্ষা করে সংসার চালাতেন। জানা গিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তি রামকৃষ্ণকে তাঁর মায়ের কথা জিজ্ঞেস করতেই তিনি জানান কুসুমদেবীর মৃত্যুর কথা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তাঁরাই ঘটনাস্থল থেকে প্লাস্টিক ঢাকা দেওয়া অবস্থায় উদ্ধার করে বৃদ্ধার দেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File