Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Sunday, March 30 2025, 3:03 pm

রবিবার আরও এক শক্তিশালী ভূমিকম্প বিশ্বের আরও এক প্রান্তে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে আঘাত হেনেছে ৭.১ মাত্রার এক জোরালো ভূমিকম্প।
ফের ভূমিকম্পে কাঁপলো স্থলভাগ। রবিবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে আঘাত হেনেছে এক জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। দ্বীপরাষ্ট্র হওয়ায় টোঙ্গা সহ আশেপাশের দ্বীপগুলিতে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, এদিন স্থানীয় সময় ভোর দেড়টা নাগাদ ভূমিকম্পটি হয়। দ্বীপের বেশিরভাগ বাসিন্দাদের ঘুম ভাঙে সুনামি সতর্কতার সাইরেন শুনে। মার্কিন জিওলজিক্যাল সায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল টোঙ্গার পাঙ্গাই থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- নির্জন দ্বীপ
- সুনামি