Cancer Blood Test | একটি রক্ত পরীক্ষাতেই শনাক্ত করা যাবে ৩০ ধরনের ক্যানসারকে! মিলবে ৯৮.৪ শতাংশ নির্ভুল ফলাফল!

Wednesday, May 14 2025, 5:18 am
highlightKey Highlights

একটি রক্ত পরীক্ষাতেই এবার শনাক্ত করা যাবে অগ্ন্যাশয়, ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ মোট ৩০ ধরনের ক্যানসারকে।


একটি রক্ত পরীক্ষাতেই এবার শনাক্ত করা যাবে অগ্ন্যাশয়, ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ মোট ৩০ ধরনের ক্যানসারকে। তাও গড়ে প্রায় ৯৮.৪ শতাংশ নির্ভুল ফলাফলের সঙ্গে। HCG মানবতা ক্যানসার সেন্টার, নাসিকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অফ সার্জিক্যাল অঙ্কোলজি ও রোবোটিক সার্ভিসেস অধ্যাপক ডঃ রাজ নাগারকর জানিয়েছেন, এই পরীক্ষা দেহের মেটাবোলাইট পরিবর্তনগুলি ধরতে পারে, যা বিশেষ করে প্রাথমিক স্তরের ক্যানসারের নির্ভরযোগ্য ও সংবেদনশীল রিডআউট প্রদান করে। এটি স্টেজ ১ ক্যানসার ৯৮.৯ শতাংশ সঠিকভাবে রোগ নির্ণয় করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File