দেশ

'তাউকতাই'-এর দাপটে আরব সাগরে এখনও নিখোঁজ ৯৩, চলছে উদ্ধারকাজ

'তাউকতাই'-এর দাপটে আরব সাগরে এখনও নিখোঁজ ৯৩, চলছে উদ্ধারকাজ
Key Highlights

সোমবার সন্ধ্যায় দক্ষিণ ভারতে ১৫০-১৮০ কিমি বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'তাউকতাই'। সেই সময় আরব সাগরের মুম্বাই উপকূলে তিনটি জাহাজ ও ড্রিলশিপের মধ্যে একটি বার্জ পাপা (পি-৩০৫) ডুবে যায়। ঘূর্ণিঝড়ের কারণে ঢেউয়ের উচ্চতা ৬-৮ মিটার হয়ে যায় এবং উদ্ধারকাজে বাঁধা সৃষ্টি করে। নৌবাহিনীর পাঁচটি জাহাজ এবং একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকার্য চলছে। সূত্রের খবর, বুধবার সকাল পর্যন্ত মোট ৬৩৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৯৩ জন নিখোঁজ আছে।