কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বললো সরকার?

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

জল্পনার অবসান ঘটলো। নতুন বেতন কমিশন গঠনের আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।


জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সেই আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন গঠনের আশায় ছিলেন তাঁরা। যদিও সংসদে কর্মীদের নিরাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

আশাহত হলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, নতুন বেতন কমিশন গঠন করা হচ্ছে না

সংসদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার স্পষ্ট জানিয়েছে, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব আসেনি। প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্নের এই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Trending Updates

এদিন লোকসভায় অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হয়। ১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন বেতন কমিশনের হিসেব কার্যকর হবে কিনা তাও মন্ত্রীর থেকে জানতে চান সাংসদ। যার উত্তরে পঙ্কজ চৌধুরী বলেন, ''অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি।''

শেষ বেতন কমিশন কবে গঠিত হয় ?

১৯৪৭ সাল থেকে ১০টি বেতন কমিশন গঠিত হয়েছে। সরকার প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। যার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন ২৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে ইউপিএ সরকার গঠন করেছিল। ২০০৬ ও ২০১৬ সালে ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছিল। 

প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ানো হয়। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, এবারও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নতুন করে ডিএ বৃদ্ধির কথা ভাবতে পারে সরকার। সেরকম হলে শীঘ্রই আসতে পারে সেই সুখবর। তবে এখনও সেই ধরনের কোনও নিশ্চিত খবর প্রকাশ্যে আসেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File