শহর কলকাতা

Rooftop Cafe | মহানগরে বন্ধ হচ্ছে ৮৩টি রুফটপ রেস্তরাঁ! দেখে নিন সম্পূর্ণ লিস্ট

Rooftop Cafe | মহানগরে বন্ধ হচ্ছে ৮৩টি রুফটপ রেস্তরাঁ! দেখে নিন সম্পূর্ণ লিস্ট
Key Highlights

সারা শহর জুড়ে ৮৩ নামী রুফটপ রেস্তরাঁ বন্ধ হতে চলেছে। কলকাতা পুলিশের তরফে প্রত্যেক পুরসভাকে পাঠানো হয়েছে সম্পূর্ণ নামের লিস্ট। নিয়ম না মানলে প্রশাসনের তরফে বার কাম রেস্তরাঁ কাম ক্যাফেগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পুরসভা কতৃপক্ষ। তালিকায় রয়েছে পার্ক স্ট্রিট এলাকার সাতটি রুফটপ বার রেস্তরাঁ, টালিগঞ্জের থানা এলাকার দু’টি রেস্টুরেন্টও। একনজরে দেখে নিন সম্পূর্ণ নামের তালিকা।

সারা শহর জুড়ে ৮৩ নামী রুফটপ রেস্তরাঁ বন্ধ হতে চলেছে। কলকাতা পুলিশের তরফে প্রত্যেক পুরসভাকে পাঠানো হয়েছে সম্পূর্ণ নামের লিস্ট। নিয়ম না মানলে প্রশাসনের তরফে বার কাম রেস্তরাঁ কাম ক্যাফেগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পুরসভা কতৃপক্ষ। তালিকায় রয়েছে পার্ক স্ট্রিট এলাকার সাতটি রুফটপ বার রেস্তরাঁ, টালিগঞ্জের থানা এলাকার দু’টি রেস্টুরেন্টও। একনজরে দেখে নিন সম্পূর্ণ নামের তালিকা। 

পার্ক স্ট্রিট এলাকা: ৭ টি রেস্তরাঁ। দ্য স্কাই স্টোরি, রুটস, আউরিস হোটেল অফ ফোর, দ্য গোল্ডেন পার্ক, ড্রাঙ্কেন টেডি, স্ক্র্যাপ ইয়ার্ড, এলএমএনওকিউ।

শেক্সপিয়র থানা এলাকা: ৮টি রুফটপ বার রেস্তরাঁ। হ্যাশট্যাগ, সোল, অলটেরা, দ্য অ্যাসটোর, পার্ক স্ট্রিট সোশাল, কিউ এআই কিউ এআই, দ্য লর্ডস অ্যান্ড ব্যারনস, ইটিং হাউস কাম রেস্তরাঁ।

ভবানীপুর থানা এলাকা: ৩টি রুফটপ বার রেস্তরাঁ । রয়েছে ক্লাউড ট্যাভেরন, ক্লাব কলকাতা মিক্সটেপ, রোমানিয়া কানহা কনফেকশনারি।

টালিগঞ্জের থানা এলাকা: ২টি। নমনস ইন, ক্যালোরি এইচআইসি।

নিউ আলিপুর: জায়কা।

 চেতলা: রুফটপ।

বেলেঘাটা: কিচেন কিউ স্পেশালিটি।

ট্যাংরা: কলকাতা ৪৬।

বড়বাজার: মিস অলিভ।

গিরীশ পার্ক: ক্যাফে সিক্সটিনথ এয়ার কাসা।

হেয়ার স্ট্রিটে: মাইট কুইনস বার।

নিউ মার্কেট: ব্লু অ্যান্ড বেয়ন্ড।

আনন্দপুর: মনজিলাত।

প্রগতি ময়দান: লা ফেলিস।

যাদবপুর: স্ক্র্যাপ ইয়ার্ড।

বেহালা: দুটি। ফ্রিকশন ক্যাফে, হোটেল রয়্যাল হাইট।

গরফা: স্টেমিন মাগস, জাফরান বার, স্পাইস অফ জয়।

নেতাজি নগর: আফটার নাইন বার, টি কে কে রেস্তরাঁ, রাজ রেস্তরাঁ।

কসবা থানা এলাকা: ১০টি। ভিভান্ত, সিংজি ধাবা, লা ফ্লেম, এইচ টু ও নভলিটি অফ ৩৮৭, চিনি কম, মিস চিলিস, মিস সেন হোটেলস, এশিয়া কিচেন, হপ্পিপোলা, জারা।

এছাড়াও পর্নশ্রীর তিনটি, বেনিয়াপুকুরের দু’টি, তোপসিয়ার তিনটি, বালিগঞ্জের পাঁচটি, গড়িয়াহাটের তিনটি, তিনজলার একটি রুফটপ বন্ধ করা হচ্ছে। পাশাপাশি লেক থানার একটি, কড়েয়ার ৫টি, রবীন্দ্র সরোবরের ৬টি, এনপিপিএসের একটি, ওয়াটগঞ্জের দুটি এবং রাজাবাগানের একটি রুফটপ বন্ধের নোটিস দেওয়া হয়েছে।


Bidhannagar | কলকাতার পথেই হাঁটছে বিধাননগর কতৃপক্ষ, শহরের সবকটি রুফটপ রেস্তরাঁর তালিকায় চাইলেন মেয়র
Weather Update | বৈশাখী বৃষ্টিতে জেরবার কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
Rooftop Cafe | মহানগরে বন্ধ হচ্ছে ৮৩টি রুফটপ রেস্তরাঁ! দেখে নিন সম্পূর্ণ লিস্ট
Earthquake | ফের ভূমিকম্পে কাঁপলো নেপাল! আফটারশকের আশঙ্কায় তটস্থ দেশবাসী
Sagar Dutta Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি, সাগর দত্ত মেডিক্যালে প্রসূতি মৃত্যু, অসুস্থ ১০ প্রসূতি!
GT vs SRH | ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ
Mohun Bagan | 'পদের অপব্যবহার কখনও করিনি'! মোহনবাগানে ক্লাব সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস!